শরীয়তপুর সদর উপজেলায় ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ১০ অক্টোবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত মনোনয়ন বোর্ডের এক সভায় নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এ উপজেলার ১০টি ইউপিতে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেয়েছেন বিনোদপুর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদার, পালং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোসেন দেওয়ান, মাহমুদপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শাহ আলম মুন্সী, চিতলিয়া ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ, চন্দ্রপুর ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম খান, আংগারিয়া ইউনিয়নে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আসমা আক্তার, তুলাসার ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শরীয়তপুর ১আসনের সংসদ সদস্যের এপিএস জামাল হোসাইন, রুদ্রকর ইউনিয়নে সিরাজুল ইসলাম, শৌলপাড়া ইউনিয়নে মোঃ আলমগীর হোসেন খান, ডোমসার ইউনিয়নে মিজান মোঃ খান। ১৭ই অক্টোবর ২য় ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন এবং আগামী ১১ই নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
শরীয়তপুরে ১০ ইউপিতে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেলেন যারা
October 14, 2021 , 11:04 am