রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:৪৮

শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত:

December 6, 2022 , 10:39 pm

জার্নাল প্রতিবেদনঃ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক, ড্রাইভার ও হেলপারদের নিয়ে পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করেন শরীয়তপুর জেলা পুলিশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: সাইফুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদোয়ান এসময়ে তিনি কোটা পাড়া ব্রিজ প্রসঙ্গে বলেন ওই  ব্রিজ দিয়ে এখন গাড়ি চলাচল অনুপযোগী  এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। নির্বাহী প্রকৌশলী আরো বলেন নতুন ব্রিজ তৈরি হইতে আরো প্রায় সাত মাস সময় লাগবে।  এ সময়ে পুলিশ সুপার বলেন বিকল্প কোন ব্যবস্থা না থাকায় একই সাথে দুটি গাড়ী ব্রীজে না উঠে একটি গাড়ী পার হওয়ার পর সময় নিয়ে একটি করে  গাড়ি যাহাতে যেতে পারে এ ব্যাপারে সহযোগিতা করবে ট্রাফিক পুলিশ নিরাপদ সড়ক চাই কমিটি  ও বাস মালিক সমিতি। এছাড়া মালবাহী কোন ট্রাক যাহতে কোটাপাড়া ব্রিজে উঠতে না পারে সে ব্যাপারে আলোচনা হয়।  নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি এডভোকেট মুরাদ  মুন্সী তার বক্তব্যে বলেন যেহেতু নতুন ব্রিজ সম্পূর্ণ হইতে সাত মাসের মত সময় লাগবে তাই বিকল্প হিসেবে ব্রিজের উত্তর পাশে অস্থায়ীভাবে বাস স্টান্ড করা যেতে পারে এতে মানুষ প্রেমতলা পর্যন্ত পায়ে হেটে  ব্রিজ পার হয়ে ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠতে পারবে অথাব ব্রীজের দুপারে রাস্তার কিছু অংশ চওড়া করা যেতে পারে যাহাতে গাড়ী অপেক্ষা করতে পারে । বাস মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার ও বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার সহমত পোষণ করে বলেন তিন সংসদ ও জেলা প্রশাসক মহোদয় যদি ব্রিজের দক্ষিণ পাশে অস্থায়ীভাবে বাস স্টপ এর ব্যবস্থা করে দেন তাহলে বড় কোন দুর্ঘটনা থেকে হয়তো শরীয়তপুরবাসি রক্ষা পেতে পারে  শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন স্থানীয় সংসদ ও সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ইচ্ছা করলে রাস্তার কাজ আরো দ্রুতগতিতে শেষ করতে পারত তার উত্তরে নির্বাহী প্রকৌশলী এবং পুলিশ সুপার বলেন এই কাজ শুরু  করা উচিত ছিল ২০১২ সাল থেকে তাহলে হয়তো এখন শেষ হয়ে যেত কিন্তু কাজ শুরু হয়েছে ২০২০ সালে এটা খুবই অল্প সময় এই স্বল্প সময়ে এত বড় মেগা প্রকল্প শেষ করা যায় না জমি  একোয়ার করা ও মানুষের ঘরবাড়ি উচ্ছেদ করা অনেক সময় প্রয়োজন। এ সময় আরো এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, ট্রাফিক ইন্সপেক্টর নিজামুদ্দিন, ট্রাফিক সাব ইন্সপেক্টর মেহেদী হাসান ও মুজাহিদুল ইসলাম, বাস মালিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু বেপারী আমির হোসেন খানসহ মালিক কমিটির অন্যান্য নেতাকর্মী,  নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক আবদুল মোতালেব সুমন ও  উপস্থিত ছিলেন বাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী সহ ড্রাইভার ও হেলপারগন।

Total View: 653