রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           বুধবার,  ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ,  বিকাল ৫:১১

শরীয়তপুরে ইকবাল হোসেন অপুর নির্দেশে ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া

March 5, 2019 , 12:04 am

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত  করা হয়েছে।
বালাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশে ও জেলা যুবলীগ নেতা বিপ্লব হোসেন নিপু মিয়ার উদ্দ্যোগে মিলাদ দোয়া করা হয়েছে।
গত কাল বিকালে শরীয়তপুর কেন্দ্রীয় ডাক বাংলা জামে মসজিদে বাদ আছর নামাজ শেষে সকলকে নিয়ে এই দোয়া মনাজাত করা হয়। এসময় দোয়া মনাজাতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার,জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক মির্যা হজরত আলী,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল আকন,জেলা আওয়ামলীগের সদস্য আজিজুল পাহাড়,শফি রাড়ী, সাংবাদিক সজিব সিকদার, যুবলীগ নেতা রাহাত বেপারী  সহ এস্থানীয় আওয়ামলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ গন্যমান্য বেক্তিবর্গরা।

Total View: 1732