রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:৪১

শরীয়তপুরের চান্দনী গ্রামে মেসার্স ছৈয়াল ট্রেডার্সে সন্ত্রাসী হামলায় লুটপাটের ঘটনা ঘটেছে।

May 29, 2018 , 8:06 pm

শরীয়তপুরপ্রতিনিধি॥জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি গ্রামে নদীর পাড় সংলগ্ন মেসার্স ছৈয়াল ট্রেডার্স এর উপর সন্ত্রাসীহামলা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সন্ত্রাসীরা ধারালো আস্র লাঠিসোটা  নিয়ে প্রতিপক্ষ ইয়াকুব ছৈয়লের দোকানের উপর হামলা চালায়।ঘটনার খবর পেয়ে নড়িয়া থানার পুলিশ ঘটনারস্থলে গিয়ে বারো রাউন্ড ফাকা গুলী ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সরেজমিনে গিয়ে জানা যায় ওই এলাকার চিহ্নিত সন্ত্রা, এমদাদ শিকদার(৩৮) এর নেতৃত্বে মুরাদশিকদার(৩৩),আলআমিনআকন(২৭), নয়নশিকদার(২৮), তুহিন সিকদার(২৫) ছালামতঢালী(৫০) সুমন সিকদার(৩৫) ইব্ররাহিম চৌকিদার(৪০) আমিরসিকদার(৫৫)।

হামলাকারীরা এ সময় দোকানের সামনে এলোপাথারি বোমা বিস্ফরণ করেন এবং দোকানে থাকা সিমেন্টের বস্তা নদীতে ফেলে দেয়। হামলাকারীরা দোকানের টিনকেটে ভিতরে গিয়ে দোকানের মূল্যবান আসবাবপত্র ভাংচুর কওে এবং লুটতরাজ ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। এই ব্যাপারে দোকানের মালিক ইয়াকুব ছৈয়াল নড়িয়া থানায় মামলা করার পস্তুতি নিচ্ছেন।এ ব্যাপাওে ইয়াকুব ছৈয়াল বলেন,আমি সন্ত্রীদের চিনতে পেরেছি।তারা আমার নগদ তিন লক্ষ টাকা নিয়ে গেছে এবং লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছেন।আমি এর বিচার চাই।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন বলেন,খবর আমি সংগে সংগে পুলিশ পাঠিয়েছি।ফাকা গুলী বর্ষণ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছেন।এখনো কোন মামলা হয়নি।

Total View: 2154