শরীয়তপুর জার্নাল ডেস্ক: শরীয়তপুর নড়িয়া আধুনিক ডিজিটাল টেলিফোন এক্সচেন্জ উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বিটিআরসির সিনিয়র সচিব শ্যামসুন্দর শিকদার। ৬ইঅক্টোবর ২০২১ বুধবার সকাল ১১টায় নড়িয়া উপজেলা ডিজিটাল টেলিফোন এক্সচেন্জ কার্যালয়ে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধার শুভ উদ্বোধন করাহয়। এসময় উপস্থিত সকল অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান এবং শ্যামসুন্দর শিকদারের বঙ্গবন্ধু কে নিয়ে লেখা কিছু বই উপহার দেন। এসময়ে বিটিআরসির সিনিয়র সচিব শ্যামসুন্দর শিকদার বলেন, এ সেবা চালু হলে কল আদান প্রদানে কোন সমস্যা থাকবে না, ইন্টারনেট ব্যাবহারকারীরা দ্রুত গতিসম্পর্ন নেট সুবিধা পাবেন। এছারা তিনি আরো বলেন যেহেতু তিনি নড়িয়া সন্তান তার দায়বদ্ধতা থেকে তার শৈশবের স্কুল নড়িয়া বিহারীলাল উচ্চ বিদ্যালয়, নড়িয়া পৌরসভা, জেলা উপজেলা পোস্ট অফিসে ডিজিটাল ল্যাব স্থাপন করা সহ নদীভাঙন রোধে ভূমিকা রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভা মেয়র এড. আবুল কালাম আজাদ, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শরীয়তপুরের নড়িয়ায় উচ্চগতির ইন্টারনেট উদ্বোধন
October 12, 2021 , 7:23 pm