শরীয়তপুর জার্নাল ডেস্কঃ প্রজননক্ষম (মা) ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ দিনে ১৭৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলমান অভিযানে ২৪ টি মোবাইল কোর্ট ও ৪১ টি অভিযান পরিচালনা করা হয়।আজ মঙ্গলবার নড়িয়া উপজেলা মৎস্য অফিস থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে আরো জানা গেছে, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও ১৯৮৫ অনুযায়ী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।এসব আইন অনুযায়ী এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সময়কালে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়। মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের সমন্বয়ে ব্যাপক প্রচার-প্রচারণা পরিচালনা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে উপজেলার নদীতে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিময় নিষিদ্ধ ও বন্ধ রাখা হয়। একই সাথে অত্র উপজেলার সকল বরফকল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, নৌ পুলিশ, থানা পুলিশ, বাংলাদেশ বিনান বাহিনী এবং কোষ্টগার্ড একযোগে কাজ করে। উক্ত ২২ দিন ব্যাপী উপজেলার নদী, মাছ বাজার, আড়ৎ, বরফকলসমূহে নিয়মিত মোবাইল কোর্ট , মৎস্য রক্ষা অভিযান ও তল্লাশিসহ কঠোর নজরদারির মধ্যে রাখা হয়। অভিযানকালে আইন অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে ২১৪ টি মামলায় ৪০জনকে ১লাখ ৮৫ হাজার চারশো টাকা অর্থদন্ড ও ১৭৪জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।এছাড়া এ সময়ে প্রায় ২৭১ কেজি ইলিশ জব্দ করা হয়, যা পরবর্তীতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা মধ্যে বিতরণ করা হয়। অভিযানে প্রায় ২৫ লক্ষ ৬০ মিটার জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ ৬০ হাজার টাকা । উক্ত জালসমূহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিধি মোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ইলিশ শিকার নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মধ্যে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নড়িয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩ হাজার ২৮ জন জেলে পরিবারের মধ্যে ২০ কেজি করে মোট ৬০ দশমিক ৫৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ২২ দিনের অভিযানে ১৭৪ জন জেলেকে কারাদণ্ড।
October 26, 2021 , 8:29 pm