রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:১০

শরীয়তপুরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে র‍্যাবের অভিযানে, আটক ১০

October 25, 2017 , 11:57 am

received_829174750596113শরীয়তপুর  প্রতিনিধি : র‍্যাব-৮ মাদারীপুরের একটি টীম বুধবার দুপুরে মেজর রাকিবুজ্জামানের নেতৃত্বে শরীয়তপুর আঞ্চলিক পাসপোট অফিসে  অভিযান চালিয়ে ৫ জন দালালকে আটক করে।

আটককৃতদের কে ভ্যাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য ৩জনকে ১৮৭৯ সালে ৬(৩)ধারায় ১মাস কারাদন্ড ১জন কে ১৫দিন অপরজনকে ৭দিনে কারাদন্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছে আমান উল্লাহ ,সমির কর্মকার, জাকির হোসেন ,কামাল মিয়া ও ইসমাইল হোসেন। পাসপোর্ট অফিসে আটককৃত ৫জনকে  সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে
এরপর র‍্যাব শরীয়তপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৫জন দালালকে আটক করে। আটককৃতরা হলো সবুজ দাস, আলম ফকির, আশিক দাস, কিরন বেপারী ও সুজন খান।এদের  ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ৫ শত টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের কারাদন্ড প্রদান করেছে।
র‍্যাব-৮ মাদারীপুরের কোম্পানী কমান্ডর মেজর রাকিবুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর আঞ্চলিক পাসপোট অফিস ও শরীয়তপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে ১০জন দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যামে সাজা দেয়া হয়েছে।received_829174737262781

Total View: 2227