![](https://shariatpurjournal.com/wp-content/uploads/2018/12/FB_IMG_1544283128458.jpg)
শরীয়তপুর জেলা নাগরিক সমাজের আয়োজনে কিংবদন্তি আলোকচিত্রী, বাংলাদেশের অন্যতম সিনেমাটোগ্রাফার ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেনের স্মরণে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ই ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতর ৩য় তলায় উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি শ্যামসুন্দর দেবনাথ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এড. মোঃ জহিরুল ইসলাম, আইনজীবী এড. এমদাদ হোসেন খান, শরীয়তপুর খেলাঘরের সভাপতি শাহজালাল মিয়া, গাঙ চলচিত্র সংসদের সভাপতি সরয়ার জাহান খান, হাজী শরীয়তউল্লাহ আলোকিত শরীয়তপুর এর চেয়ারম্যান এড. মুরাদ হোসেন মুন্সি, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক এড. আজিজুর রহমান রোকন, শহীদ খলিল খান স্মৃতি গন্থগার এর সাধারন সম্পাদক ইশতিয়াক আতিক খান, জেলা উদিচীর সহ সম্পাদক তারক নাথ কংসবনিক, নাট্যকর্মী রতন বিশ্বাস, জাজিরা ডিগ্রী কলেজের প্রভাষক এপিক দেবনাথ, মেটলাইফ এর উৎপল কান্তী এজেন্সির ইউনিট ম্যানেজার জয়রাম বনিক, আলোকচিত্র শিল্পী মরহুম আনোয়ার হোসেনের ছাত্র নবীন নাট্য পরিচালক জাহিদ হাসান রনি, আমিনুল জিতু সহ প্রমুখ।
এসময় উপস্থিত ব্যাক্তিবর্গ মরহুম আনোয়ার হোসেনের স্মৃতিচারণ করেন এবং তার স্মরনে ১ মিনিট নীরবতা পালন করেন। এসময় বিখ্যাত আলোকচিত্র শিল্পী আনোয়ার হোসেন শরীয়তপুরে যে অসংখ্য চিত্র ধারন করেছেন তা প্রদর্শন করা হয়।
উল্লেখ যে গত শনিবার সকালে পান্থপথের হোটেল ওলিও ড্রিম হ্যাভেনের একটি কক্ষের দরজা ভেঙে আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।