রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:৪০

শরীয়তপুরে ইউপি মেম্বারকে হত্যার প্রতিবাদে মানববন্ধন।

December 6, 2017 , 2:36 am

Image_3337শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার ও নাগেরপাড়া ইউনিয়নের শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুন্সিকে হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় জনতাসহ শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে নাগেরপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন নজরুল ইসলাম মুন্সিকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত নজরুলের মা তাহমিনা বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মামলা করেন।

Total View: 2025