শরীয়তপুর প্রতিনিধিঃ
সুপ্তা চৌধুরী।
শরীয়তপুর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে খিরোপারা গ্রামে আমানুল্লাহ বেপারী (৯০) করোনা ভাইরাসে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর সংবাদ নিশ্চত করছেন জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন।
তিনি দীর্ঘ দিন হৃদরোগে ভুগতে ছিলেন, পরে তাকে হৃদরোগ জনিত সমস্যা নিয়ে ১ এপ্রিল নড়িয়া উপজেলা মূলফৎগঞ্জ হাসপাতালে ভর্তি করেন, তার অবস্থা অবনতি দেখলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকার বক্ষব্যধি হাসপাতালে রেফার করেন। পরে ৪ এপ্রিল সকাল সারে ১০ টায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার পূর্বে তার দেহে করোনা ভাইরাসের টেষ্ট করা হয়, তার শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে। তার বাড়ির পাশ পাশের ২৪ টি পরিবারের ১২৭ জনকে লকডাউন করে রাখা হয়েছে । তার মৃত দেহ তার পরিবারকে না দিয়ে আইইডিসিআরের তত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইসলামী ফাউন্ডেশনর নিয়ম অনুযায়ী ঢাকাতে বিশেষ ব্যবস্থায় তার মৃত দেহ দাফন করা হবে।