রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:৪০

শরীয়তপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ১ জন ও নতুন আক্রান্ত ৩৬ জন

May 29, 2020 , 12:27 am

শরীয়তপুর প্রতিনিধিঃ
সুপ্তা চৌধুরী

শরীয়তপুরে আজ সকা‌লে জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যাথা উপসর্গ নি‌য়ে মুজাম্মেল মুন্সী (৫৫) নামে এক ব‌্যক্তির মৃত‌্যু হ‌য়ে‌ছে।তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে ১৯ মে শরীয়তপুরে আসেন।২৪ মে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তার নমুনা সংগ্রহ ক‌রে ঢাকায় পাঠা‌নো হয়ে‌ছে।

এছাড়াও গত ৩৬ ঘণ্টায় নতুন করে ১২ নারী ও ২ জন শিশুসহ ৩৬জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে সদর উপ‌জেলার ডোমসার ইউ‌নিয়‌নে ১৩ জন, রুদ্রকর ইউ‌নিয়‌নে ২ জন, শরীয়তপুর পৌরসভায় ১ জন, গোসাইরহাট উপ‌জেলার আলাওলপুর ইউ‌নিয়‌নে ৭ জন, ই‌দিলপুর ইউ‌নিয়‌নে ১ জন, জা‌জিরা উপ‌জেলার নাও‌ডোবা ইউ‌নিয়‌নে ১ জন, জা‌জিরা পৌরসভায় ৩ জন, ন‌ড়িয়া উপ‌জেলার ভো‌জেশ্বর ইউ‌নিয়‌নে ১ জন, ডিঙ্গামা‌নিক ইউ‌নিয়‌নে ১ জন, ফ‌তেহজঙ্গপুর ইউ‌নিয়‌নে ১ জন, ডামুড‌্যা উপ‌জেলার সিড‌্যা ইউ‌নিয়‌নে ৩ জন, ডামুড‌্যা পৌরসভায় ১ জন ও ভেদরগঞ্জ উপ‌জেলার ছয়গাঁও ইউ‌নিয়নে ১ জন রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকে‌লে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ বলেন, জেলার ১২১ জন করোনা আক্রান্তদের মধ্য থেকে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসা নিয়ে ৪৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এ পর্যন্ত জেলায় দুই হাজার ৫২১ জনের নমুনা সংগ্রহ করা হয়। দুই হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় করোনা আক্রান্ত মোট ১২১ জন। আর করোনা আক্রন্ত হ‌য়ে মারা গেছেন তিনজন।

‌তি‌নি জানান, নতুন আক্রা‌ন্ত‌দের ম‌ধ্যে ১২ জন নারী, ২২ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। আক্রান্ত ব‌্যক্তি‌দের ঢাকা ভ্রম‌ণের ই‌তিহাস র‌য়ে‌ছে।

Total View: 1336