উশরীয়তপুর জেলার প্রানকেন্দ্র শরীয়তপুর কোর্ট এলাকায় সরকারী খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বে একটি টিম সরকারী খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
শরীয়তপুর জজ কোট এবং জেলা প্রশাসকের কার্যলয়ের সামনের রাস্তার পাশে সরকারী খালের উপর অবস্থানরত ২০ টি ঘরের সামনের এবং পিছনের অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য বলেন, সরকারী জমিতে অবৈধ স্থাপনা জেলা প্রশাসক স্যারের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম চলছে, জেলার কয়েকটি স্থানে আমরা কার্যক্রম পরিচালনা করেছি। উচ্ছেদ অভিযানের অংশ বিশেষ আজলের এই কার্যক্রম। আমাদের কার্যক্রম চলবে।