শরীয়তপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবিতে শরীয়তপুর জেলা শহরে জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
শনিবার ২৮ এপ্রিল সকালে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন বিদ্যুৎ এর নেতৃত্বে জেলা শহরের মনোহর বাজার এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি রুহুল আমিন মুন্সী, যুগ্ম আহবায়ক ওয়ালী উল্যাহ খান, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন বিদ্যুৎ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ার পার্সন ও বার বার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী আমাদের প্রান প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ দুই মাস ধরে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে রয়েছে, আমরা শান্তি পূর্ণ আন্দোলন করছি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, এই ফ্যাসিবাদী সরকার জন সমর্থিত আন্দোলনে ভয় পেয়ে জামিন দিতে বাধ্য হবে এই ফ্যাসিবাদী সরকার যদি সঠিক সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয় তাহলে ২০টি আসনও তারা পাবেনা সেই ভয়ে দেশ নেত্রীকে জেলে রেখে নির্বাচন করতে চায়। সেই স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেবেনা বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার,সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আতিক মোল্যা,পৌরসভা যুবদলের সভাপতি কামাল ঢালী, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ কাজী, সিঃ সহ-সভাপতি আজহার মৃধা, যুবদল নেতা বাচ্চু চৌধুরী, বজলু সরদার, আনু মোল্যা, সিদ্দিক খান, জাজিরা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস.এম সোহেল রানা, ছাত্রদল নেতা মিজান খান প্রমূখ।