রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:২৭

শরীয়তপুরে জজশীপ ও আইনজীবী সমিতির যৌথ আয়োজনে শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

August 15, 2018 , 4:16 pm

রুপক চক্রবর্তী: স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরে জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা আইনজীবী সমিতির আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ই আগষ্ট) সকাল ১০ ঘটিকায় শরীয়তপুর আদালত ভবনের দ্বিতীয় তালায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাউর রহমান। আলোচনা ও দোয়া মাহফিল সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আব্দুল ছালাম খান, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম) রিপতী কুমার বিশ্বাস, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য়) মোঃ মাহবুব আলম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেজাম উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান, সহকারী জজ ইফতি হাসান ইমরান, শামসুল আলম। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট মির্জা মোঃ হযরত আলী, সাধারন সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবু সাইদ, এডভোকেট আলী আহম্মদ খান, এডভোকেট মোঃ জব্বার মিয়া, এডভোকেট মতিউর রহমান, এডভোকেট বজলুর রশীদ আকন্দ,এডভোকেট শাহ-আলম,এডভোকেট মোতালেব মাদবর,এডভোকেট তাইজুল ইসলাম,এডভোকেট আলমগীর হাওলাদার,এডভোকেট কাজী মুক্তালিব,এডভোকেট আবদুল আউয়াল,এডভোকেট রাধারানী বিশ্বাস, এডভোকেট মুরাদ মুন্সী, এডভোকেট আজিজুল রহমান রোকন,এডভোকেট জামাল ভূইয়া,এডভোকেট রাশিদুল হক, এডভোকেট খবিব উদ্দিন, এডভোকেট শহীদুজ্জামান শিকদার,এডভোকেট আমিনুল ইসলাম, এডভোকেট আসাদুজ্জামান জুয়েল, এডভোকেট মজিবুর রহমান সোহেল,  এডভোকেট বশিরুল আলম সহ জেলায় কর্মরত আইনজীবী বৃন্দ, জেলা বিচারিক বিভাগে কর্মরত কর্মচারী কর্মকর্তা বৃন্দ সহ প্রমুখ। এসময় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন, বাংলাদেশকে স্বাধীন করবার পিছনে জাতির পিতার যে অগ্রনী ভূমিকা ছিল তা তুলে ধরেন। এ সময় বক্তারা ১৫ই আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাৎ বরনকারী সকলের আত্মার শান্তি কামনা করেন। এরপরে দু’হাত তুলে মোনাজাত ধরে পরমকরুনাময় সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করা হয়।
এর পূর্বে জজশীপ ও আইনজীবী সমিতির সকল সদস্যের একটি বিশাল শোক র্র‌্যালী শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন

Total View: 2203