রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১২:৫৮

শরীয়তপুরে জাজিরায় মাহেন্দ্রার ধাক্কায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু

March 13, 2018 , 3:31 pm

শরীয়তপুরের জাজিরা উপজেলার বোয়ালিয়া গ্রামে সড়ক দূর্গটনায় নয়ন (১০) নামে এক বাক প্রতিবন্ধী শিশু মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের সড়কে এই দূর্ঘটনা ঘটে। নয়ন বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মাটি টানার একটি মাহেন্দ্রা গাড়ি পেছন দিক থেকে প্রতিবন্ধী শিশু নয়নকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। এ সময় চালক পালিয়ে যায়।

জাজিরা থানার ওসি এনামুল হক বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা না করায় আইনী প্রক্রিয়া শেষে শিশু নয়নের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Total View: 1592