রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১২:৫০

শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

April 28, 2019 , 11:57 am

সারা দেশের ন্যায় শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় আইন সহায়তা শরীয়তপুর জেলা কমিটি নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলা। ২৮ এপ্রিল রবিবার সকাল ১০ টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ কোট প্রাঙ্গণে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার হলো আইনগত সহায়তা পাওয়া। এজন্য লিগ্যাল এইড কমিটিকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। লিগ্যাল এইড কমিটির কার্যক্রমে গুরুদায়িত্ব পালন করতে হবে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা শরীয়তপুর জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
শরীয়তপুর জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড জেলা কমিটির চেয়ারম্যান প্রসান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা জজ কোর্টের যুগ্ম-জেলা জজ ও লিগ্যাল এইড অফিসার মাহবুব আলমের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন শরীয়তপুর  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ মো. আব্দুস সালাম খান,   অতিরিক্ত দায়রা জজ মরিয়ম মুন মুঞ্জুরী,শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের,জেলা অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার,জেলা সিভিল সার্জন ডাঃ খলিলুর রহমান,জেড. এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন এমরান পারভেজ,বিজ্ঞ সরকারি কৌশুলি (জিপি) এড. আলমগীর মুন্সী, পাবলিক প্রসিকিউটর(পিপি) মির্জা হযরত আলি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.আবু সাঈদ,সাধারণ সম্পাদক এড.জহিরুল ইসলাম,ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর মাঝি,

সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ প্রসান্ত কুমাস বিশ্বাস বলেন, দরিদ্র ও সাধারণ মানুষ যাতে আইনের শাসন থেকে, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হয়, বিনা বিচারে নির্দোষ মানুষ যাতে শাস্তি না পায় এজন্য সরকার আইনগত সহায়তা প্রদান করছে। আর এই আইনগত সহায়তার কথা পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের দোরগোড়ায়। তিনি আরও বলেন- গরীব-অসহায় সাধারণ মানুষ যাতে আইনের শাসন থেকে বঞ্চিত না হয় সে জন্য সরকার বিনা খরচে আইনগত সহায়তা দিয়ে যাচ্ছে। সরকার অসহায় নারী-পুরুষদের ন্যায়বিচার পাওয়ার উপর অধিক গুরুত্ব দিয়েছে।

Total View: 1988