
রুপক চক্রবর্তী : শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে ফুল দিয়ে শ্রদ্ধা, র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হলো স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে ফুলদিয়ে শ্রদ্ধা জানিয়ে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ই আগষ্ট) সকাল ১০ ঘটিকায় শরীয়তপুর সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাকাব্বীর আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগে যুগ্নসাধারণ সম্পাদক নুরুল আমিন কোতোয়াল, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব রাজ্জাক, জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃর্ধা, সাধারণ সম্পাদক নুহুন মাদবর,
জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হাওলাদার, পৌর কাউন্সিলর আলমগীর মৃধা, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠের নেতাকর্মী সহ প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন, বাংলাদেশকে স্বাধীন করবার পিছনে জাতির পিতার যে অগ্রনী ভূমিকা ছিল তা তুলে ধরেন। এ সময় বক্তারা ১৫ই আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাৎ বরনকারী সকলের আত্মার শান্তি কামনা করেন।