শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে প্রাণিসম্পদ বিভাগীয় জেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুলাই) দুপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুবোধ কুমার দাস জেলার বিভিন্ন খামারিদের সতর্ক করে বলেন, ডাক্তার ছাড়া গবাদিদের কোনো রকম এন্টিবায়োটিক খাওয়ানো যাবে না। এছাড়াও তিনি গ্রামের হাতুরি ডাক্তার দ্বারা চিকিৎসা না করার পরামর্শ দেন।
এ সময় উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের নয় সদস্য কমিটি গঠন করা হয়। সভায় ইমরান হোসেন বেপারীকে জেলার সভাপতি, চৌধুরী লিটনকে সাধারন সম্পাদক ও মোঃ কামাল হোসেনকে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষনা করা হয়।
এছাড়াও সদর উপজেলার সদস্য নির্বাচিত হন মান্নান খান ভাসানী, ভেদেরগঞ্জ উপজেলার সদস্য আলী আহাম্মেদ ফরিদী, জাজিরা উপজেলার সদস্য মোঃ বাদল বেপারী ও ডামুড্যায় উপজেলার সদস্য নির্বাচিত হন বাদল হাওলাদার।
শরীয়তপুরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কমিটির গঠন।
July 22, 2019 , 11:34 pm