শরীয়তপুরে দুই মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের শহীদ বেপারীর ছেলে রাসেল বেপারী (২৩) ও হালিম সরদারের ছেলে আরিফ হোসেন সীমান্ত (২০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শিবনাথ কুমার সাহা জানান, সকালে তুলাসার গ্রামের হালিম সরদারের বাড়ি থেকে ইয়াবা সেবনের সময় রাসেল বেপারী ও আরিফ হোসেন সীমান্তকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।