শরীয়তপুর প্রতিনিধি।।
সুপ্তা চৌধুরী।।
শরীয়তপুরে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শরীয়তপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের বাসবভন সংলগ্ন জেলা জাতীয় মহিলা সংস্থার ট্রেনিং সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুন-উল-হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আশা করি দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি জনবান্ধব সংবাদ প্রকাশ করে জাবে। দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাবে দেশ রূপান্তর। পত্রিকাটি শত শত বছর টিকে থাকুক এই শুভ কামনা করছি।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুর রহমান শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুরের চেয়ারম্যান রওশন আরা বেগম, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি এবং দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলক, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান খান, একুশে টেলিভিশন ও জনকন্ঠের প্রতিনিধি আবুল বাসার, এনটিভি ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুরের নির্বাহী অফিসার আজমল হোসেন মোল্যা।
এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, আরটিভির প্রতিনিধি মো. ইব্রাহিম হোসাইন, নিউজ২৪ প্রতিনিধি রতন মাহমুদ, বাংলানিউজ২৪.কমের প্রতিনিধি বেলাল হোসাইন, দৈনিক রুদ্রবার্তা যুগ্ম বার্তা সম্পাদক আনিছুর রহমান, অধিকার.কমের প্রতিনিধি মো. জাবেদ শেখ, দৈনিক ইত্তেফাক ভেদরগঞ্জ প্রতিনিধি আসাদ গাজি, দৈনিক জনতা প্রতিনিধি মেহেদী হাসান, শরীয়তপুর জার্নালের যুগ্ম বার্তা সম্পাদক সুপ্তা চৌধুরী, শরীয়তপুর জার্নালের প্রতিনিধি আব্দুল মোতালেব সুমন, রোকসানা আক্তার, কাউসার হোসেন রিওন, ইমরান হোসেন খলিফা, মাহবুব শরীফ, সাফ্ফার সিকদারসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সার্বিক পরিচালনায় ছিলেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. ছগির হোসেন। সভা শেষে জমকালো আয়োজনে কেক কেটে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।