রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বৃহস্পতিবার,  ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:৩৯

শরীয়তপুরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

July 24, 2017 , 4:13 pm

Screenshot_2017-03-04-18-16-57-1শরীয়তপুর সদর উপজেলায় নিখোঁজের একদিন পর ওসমান মাদবর (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা ও চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওসমান দাদপুর উত্তর ভাষানচর গ্রামের ইদ্রিস মাদবরের ছেলে। সে দাদপুর পশ্চিম ভাষান চর গ্রামের একটি কওমি মাদ্রাসার ছাত্র।

স্থানীয়রা জানান, শনিবার (২৩ জুলাই) দুপুরে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে রওয়ানা হয় ওসমান। কিন্তু মাদ্রাসায় না গেলে পরদিন (সোমবার) সকালে মাদ্রাসার শিক্ষকরা ওসমান মাদ্রাসায় না যাওয়ার বিষয়টি তার বাবা-মাকে জানায়। এরপর থেকে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে সোমবার সন্ধ্যার সময় স্থানীয়রা দাদপুর পশ্চিম ভাষানচর নতুন হাট সংলগ্ন আখখেতে ওসমানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওসমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওসমানের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও চোখ উপড়ানো ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Total View: 2045