রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ২:৪৩

শরীয়তপুরে নিটল টাটা শো-রুমের উদ্বোধন ও গাড়ির ৩ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত।

January 9, 2019 , 6:24 pm

শরীয়তপুরে নিটল টাটা শো-রুমের উদ্বোধন ও গাড়ির ৩ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত।

নিটল মটরসের আয়োজনে বুধবার বিকেল ৫ টায় শরীয়তপুর জেলা স্টেডিয়াম ধানুকা পাল বাড়ী সংলগ্নে রুদ্র মটরস শো-রুমের উদ্বোধন করেন শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা আওয়ামীগের সভাপতি ও সাবেক সদর পৌরসভা মেয়র আব্দুর রব মুন্সী ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট কান্ট্রি ম্যানেজার টাটা মটরস লিঃ জয়ন্ত খোসলা , ডিজি এম, হেড অফ ডিলার নেটওয়ার্ক এক্সপেনশন ও ডেভেলপমেন্ট মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জজ কোর্টের জিপি এ্যাডভোকেট আলহাজ্ব আলমগীর মুন্সী, বাস মালিক সমিতির সভাপতি মোঃ ফারুক আহম্মেদ তালুকদার, এজি এম পোডাক্ট পেসিডেন্ট (পিকআপ) তানভীর হাসান, ডিজিএম ও এরিয়া পেসিডেন্ট সাউথ বেজ্ঞল-২ খান মোঃ আব্দুল আলিম, সিবিও টাটা এইচ ডিভিশন আহমেদ শওকত হোসেন।

Total View: 2389