রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:১৪

শরীয়তপুরে নিরাপদ সড়ক চাই (নিসচার) মানববন্ধন।

August 4, 2018 , 10:50 pm

শরীয়তপুর প্রতিনিধিঃ

বাস চাপায় নিহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল ও শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র ফয়সালের মর্মান্তিক অকাল মৃত্যু এবং দায়িত্বশীলদের দায়িত্বহীন বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে শান্তিপূর্ণ মানববন্ধন করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখা। শনিবার (৪ই জুলাই) বিকাল সা‌ড়ে ৪টায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কের শরীয়তপুর শহ‌রের চৌরঙ্গীর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাড‌ভো‌কেট মুরাদ মুন্সী, জেলা আইনজীবী সমি‌তির কার্যকরি সদস্য অ্যাড‌ভো‌কেট রুহুল আমিন, নিসচা শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সমীর চন্দ্র শীল, সা‌বেক সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহ-সভাপ‌তি হাসান মাসুদ খানঁ, এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মৃধা, সোহাগ খান সুজন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সুমন, দূর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, প্রচার সম্পাদক রুপক চক্রবর্তী, জাজিরা উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম মিতু, সাধারণ সম্পাদক জামাল মাদবর, দপ্তর সম্পাদক মো. পলাশ খানঁ, যুব সম্পাদক রায়হান মাহমুদ, সদস্য জাহিদ হাসান, মোঃ কুদ্দুস, খন্দকার মাহবুবুর রহমান, আল মাসুম, রফিকুল ইসলাম, বায়েজিদ, ইমন খাঁন প্রমূখ ।

মানববন্ধ‌নে সা‌‌র্বিক সঞ্চালনায় ছি‌লেন ‌নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপ‌তি মো. ছ‌গির হো‌সেন।

”পথ যেন হয় শা‌ন্তির, মৃত্যুর নয়” এই স্লোগন‌কে নি‌য়ে বক্তারা ব‌লেন, নিরাপদ সড়ক চাই মু‌খে বল‌লেই হ‌বে না । আইনের স‌ঠিক প্রয়ো‌গের মাধ্য‌মে সকল মানুষ‌কে এর বাস্তবায়ন কর‌তে হ‌বে। প্র‌তি‌টি গা‌ড়ি‌ সড়‌কে নামা‌লে বৈধ কাগজপত্র রাখ‌তে হ‌বে। পাশাপা‌শি সাধারণ মানুষ‌সহ সকল‌কে আত্মস‌চেতন হ‌তে হ‌বে।

Total View: 2143