
সপ্তমবারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ‘ প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
সড়ক দুর্ঘটনারোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। নিসচার পক্ষ থেকে প্রতিবছর ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি জানানো হয়।
২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়।
প্রতিবছর দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।
তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুরের নিরাপদ সড়ক চাই দিবস উৎযাপন করেছে জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক বিভাগ শও নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি আয়োজন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী, ট্রাফিক বিভাগের পরিদর্শক নিজাম উদ্দিন,নিরাপদ সড়ক চাই সভাপতি এডভোকেট মুরাদ হোসেন মুন্সী ।