![](https://shariatpurjournal.com/wp-content/uploads/2017/12/20171201_191430.jpg)
সমীর চন্দ্র শীল : পথ যে হয় শান্তির মৃত্যূর নয়, এই শ্লোগানকে সামনে রেখে আজ থেকে ২৪ বছর আগে যাত্রা শুরু করে নিরাপদ সড়ক চাই ( নিসচা)। সংগঠনটি সফলতার সাথে ২৪ বছর পেরিয়ে আজ ২৫ বছরে পা দিল। সফলতার ২৪ বছর উপলক্ষে শরীয়তপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা),র জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা কমিটি। সভাপতি এ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সি তার বক্তব্যে বলেন আজ থেকে ২৪ বছর আগে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তিলে তিলে এই সংগঠনটি আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে এবং বাংলাদেশ সরকার ২২শে অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে যা এই সংগঠনের সবচেয়ে বড় সফলতা। কমিটির সভাপতি এ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা কমিটির উপদেষ্টা আহসান উল্লাহ ইসমাইলী,যুগ্ন-সাধারন সম্পাদক সমীর চন্দ্র শীল,সদস্য রায়হান মাহমুদ সুজন,জিল্লুর রহমান,বিশ্বজিৎ চক্রবর্তী, সুমন,রফিক সহ অন্যান্য সদস্য বৃন্দ।