রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১২:৩২

শরীয়তপুরে নৌকার পক্ষে আইনজীবীদের গণসংযোগ

December 27, 2023 , 9:35 pm

জার্নাল প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার সদর উপজেলায় চলছে নৌকা প্রতীকের পক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানানো হচ্ছে।

আজ বুধবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে শরীয়তপুর সদর পালংবাজার থেকে কোট বাজার পর্যন্ত প্রচারণায় নামেন আইনজীবীরা।বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি শান্তি-সম্প্রীতির ধারা বজায় রাখতে শরীয়তপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপুকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য করেছেন প্রচারণা।

এসময়ে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুরাদ মুন্সির নেতৃত্বে এই গণ সংযোগ করা হয়।

গণসংযোগ উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট রাকিবুল হক রুমান, এডভোকেট হুমায়ুন কবীর মুন্সী, তারিকুল ইসলাম সোহাগ,এডভোকেট কবির হোসেন, অ্যাডভোকেট খবির উদ্দিন, অ্যাডভোকেট জসিম, অ্যাডভোকেট শামসুল আলম,অ্যাডভোকেট সানোয়ার মল্লিক, অ্যাডভোকেট তৌহিদ কোতোয়াল, অ্যাডভোকেট নাসিম আক্তার, অ্যাডভোকেট জাকির সহ প্রায় ৪০ জন আইনজীবী।

অ্যাডভোকেট মুরাদ মন্সী তার বক্তব্যে বলেন, নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু আমাদের প্রয়াত প্রবীণ আইনজীবী আলহাজ সুলতান মিয়ার সুযোগ্য সন্তান। তিনি নৌকার প্রতিক পাওয়ায় আমরা আনন্দিত। এরপূর্ব তিনি শরীয়তপুরের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এজন্য এবার আমরা তাকে বিপুল ভোটে বিজয় করতে চাই।

Total View: 183