![](https://shariatpurjournal.com/wp-content/uploads/2020/04/received_889336544860523-600x340.png)
শরীয়তপুর প্রতিনিধিঃ
সুপ্তা চৌধুরী।
অমিত কর্মকার নামে এক মাদক ব্যবসায়ী পুলিশকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে গেছেন।শরীয়তপুর পালং মডেল থানার নিকটবর্তী রাজগন্জ্ঞ সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত প্রায় তিন দিনেও তাকে গ্রেফতার করতে পারেনি পালং মডেল থানা পুলিশ।
তবে পুলিশ বলছে, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। পলাতক আসামি অমিত কর্মকার (২৫) শরীয়তপুর সদর উপজেলার উত্তর পালং গ্রামের রতন কর্মকারের ছেলে।
পুলিশ জানায়, ৩ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালং মডেল থানা পুলিশ জানতে পারে জেলা শহরের রাজগঞ্জ সেতু এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক সেবন ও বিক্রি করছেন। এ সময় পুলিশ ওই ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে অমিত কর্মকার ও কাউছার নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। হ্যান্ডকাপ পরিয়ে তাদের দোকান থেকে বের করে কনস্টেবল মাসুদ মোল্যা রানার হেফাজতে রাখা হয়। এ সময় কনস্টেবল মাসুদ মোল্যা রানাকে ধাক্কা দিয়ে অমিত কর্মকার হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় পালং মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম বাদী হয়ে পালং মডেল থানায় মামলা করেন। এরপর তিনদিন অতিবাহিত হলেও ওই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, পলাতক ওই আসামিকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে।
সূত্রঃ জাগো নিউজ