রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:৩৪

শরীয়তপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত।

March 29, 2021 , 12:43 am

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে, শরীয়তপুর সদরের গঙ্গানগর বাজারে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন,জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম নুরুল হক, সাধারণ সম্পাদক মোতালেব চৌকিদার, জেলা পরিষদের সদস্য সুজন ঢালি,শৌলপারা ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার,চিকন্দি ইউনিয়নের চেয়ারম্যান এনামুল মুন্সি,জয়নগর চেয়ারম্যান ইসমাইল খান, মূলনা চেয়ারম্যান নুরুল হক হাওলাদার সহ রাজনীতিবিদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আসন্ন শৌলপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খান ভাসানী কয়েক হাজার লোক নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন। 

Total View: 1216