রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:০৩

শরীয়তপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

September 29, 2017 , 5:29 pm

22156726_2040846542805887_406548298_nবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখার উদ্যেগে সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন করা হয়।

২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি, সাংস্কৃতিক সংগঠক এড. মুরাদ হোসেন মুন্সী। অনুষ্ঠানের শুরুতে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। এরপর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী ও জন্মদিন পালন করা হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ সেলিম ঢালীর সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন, কবি মেহেদী মিজান, মোঃ আবুল হোসেন হাওলাদার, মোঃ ইসহাক মিয়া,  মোঃ সাইদুল হক মুন্নাসহ সংগঠনের নেত্রীবৃন্দ। সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ রাজীব আহমেদ মাদবর অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে সংগীত ও আবৃত্তি পরিবেশন করা হয়।
22093366_2040846592805882_95771529_n

Total View: 2096