নিজস্ব প্রতিবেদকঃ দিলারা আহমেদ ডেইজীকে সভাপতি ও শাহাদাত হোসেন খান সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শরীয়তপুর জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দের ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক এডভোকেট মুরাদ হোসেন মুন্সীর সুপারিশে সংগঠনের জাতীয় কমিটির সভাপতি চিত্রনায়ক এম.এ আলমগীর ও কণ্ঠশিল্পী রফিকুল আলম ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা গত ৪ ডিসেম্বরে এই কমিটি অনুমোদন দেন।
গত ৫ অক্টোবর সম্মেলনের মাধ্যমে সংগঠনের জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক এডভোকেট মুরাদ মুন্সীর সভপতিত্বে নতুন এই কমিটি ঘোষনা করা হয়। পরবর্তিতে আজ বুধবার ৭ ডিসেম্বর কেন্দ্রীয় সম্পাদক এ কমিটি জেলার সভপতির নিকট তুলে দেন।
নতুন এ কমিটির সফলতা কামনা করে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অভিন্দন জানিয়েছেন।