সাংবাদিক ভাইয়েরা দেশ ও জাতির জন্য কাজ করবেন। সাংবাদিক সাংবাদিকের বিরোধীতা করবেন না বললেন বিএমএসএফ’র সভাপতি শহীদুল ইসলাম পাইলট।
তিনি উদাহরণ দিয়ে বলেন, যিনি কৃষি অফিসে চাকরি করেন তার কৃষি কাজ সম্পর্কে ধারণা, যিনি প্রশাসনিক কাজ করেন তার প্রশাসন সম্পর্কে ধারণা কিন্তু একজন সাংবাদিক মফস্বলে কাজ করলে তার প্রত্যেটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হয়। সেই অনুযায়ি সরকারি-বেসরকারি প্রতিটি দফতরে যারা চাকরি করেন তাদের বেতন সেই অনুযায়ি পাচ্ছেন। কিন্ত একজন সাংবাদিক তার পরিশ্রমের পারিশ্রমিক পান না।
তাই সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নসহ ১৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে সকল সংবাদিকের এক হয়ে কাজ করতে হবে।
তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক উল্লেখিত ১৪ টি দাবী আদায়ের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
১৫ জুলাই শনিবার সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি শহীদুল ইসলাম পাইলট এসব কথা বলেন।
এ সময় ফরিদপুর চরভদ্রাসন সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল এসএম সাইদুর রহমান, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন দিপু মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক এম. এ ওয়াদুদ মিয়া, সদস্য সচিব মো. ছগির হোসেন, ডিবিসি ও দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিল, চ্যানেল আই টেলিভিশন প্রতিনিধি এসএম মুজিবুর রহমান, সময় টিভি এবং বাংলাদেশ টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি মজিবুর রহমান রিপন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মাহবুবুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি কবিরুজ্জামান কবির, বিজয় টেলিভিশনের প্রতিনিধি মো. মামুন, সাংবাদিক রাজিব চৌধুরী, দৈনিক আমাদের কন্ঠের প্রতিনিধি সোহাগ খান সুজন, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস, অপরাধ বার্তা প্রতিনিধি মহসিন রেজা, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার প্রতিনিধি মো. মনিরুজ্জামান খোকন, আল মাছুম, আনিছুর রহমান, আব্দুল জলিল মাদবর, শেখ নজরুল ইসলাম, আব্দুল বারেক মিয়া, পাবেল শিকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ডামুড্যা উপজেলা শাখার আহ্বায়ক মো. নান্নু মৃধা, সদস্য সচিব মো. মেহেদী হাসান মোল্যাসহ সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।