রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:১২

শরীয়তপুরে বিএমএসএফ,র বা‌র্ষিক স‌ম্মেলন সভাপতি এম.এ ওয়াদুদ মিয়া, সম্পাদক বিএম ইশ্রাফিল।

July 13, 2018 , 10:09 pm

শরীয়তপুর প্রতিনিধি॥

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র শরীয়তপুর জেলা শাখার বার্ষিক সম্মেল‌ন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) বিকেলে বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে শরীয়তপুর সদর উপজেলা অডিটরিয়ামে এ স‌ম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেল‌নে সাপ্তাহিক বালুচরের সম্পাদক এম এ ওয়াদুদ মিয়াকে সভাপতি ও ডিবিসি নিউজের শরীয়তপুর প্রতিনিধি বিএম ইশ্রাফিলকে সাধারণ সম্পাদক করে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক এম.এ ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল (অব:) শওকত আলী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

বা‌র্ষিক সভা অনুষ্ঠান‌টির উদ্বোধন ক‌রেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও দৈ‌নিক সমকা‌লের শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি শহীদুল ইসলাম পাইলট।

বা‌র্ষিক সভায় জাতীয় সংস‌দের চারজন সম্মা‌নিত সংসদ সদস্য বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরা‌মের ১৪ দফা দাবীর প্রতি সমর্থন জা‌নি‌য়ে তা‌দের বক্ত‌ব্যে ব‌লেন, নিজ নিজ অবস্থান থে‌কে তারা দাবী সমূহ বাস্তবায়‌নের ক্ষে‌ত্রে নী‌তি নির্ধারনী মহ‌লে কথা বল‌বেন।

সাংসদবৃন্দ মফস্বল সাংবা‌দিক ফোরামকে অনু‌রোধ ক‌রে ব‌লেন, জন‌নেত্রী শেখ হা‌সিনা নেতৃত্বাধীন বর্তমান সরকা‌রের ভিশন ২০২১ এবং দে‌শের তৃণমূল পর্যা‌য়ের ব্যাপক উন্নয়‌নের বি‌ভিন্ন চিত্র তু‌লে ধ‌রে নিয়ি‌মিত সংবাদ প‌রি‌বেশন সংবাদ প্রকাশ ও প্রচার করার জন্য ।

তারা ব‌লেন, ‌যে সকল রাজ‌নৈ‌তিক দল সরকা‌রের উন্নয়ন ধারা‌কে বাধাগ্রস্থ ক‌রছে তা‌দের অপতৎপরতার বিরু‌দ্ধে বন্তু‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌নের আহবান জানান।

এ সময় বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখার সদস্য স‌চিব মো. ছ‌গির হো‌সে‌নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ৭১ ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লী‌গের সদস্য ডা. খা‌লেদ শওকত, ডামুড্যা উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি মাষ্টার মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ন‌ড়িয়া উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লী‌গের সভাপ‌তি এমএ ম‌জ‌লিশ খান, জেলা প‌রিষদ সদস্য মো. শাখাওয়াত হো‌সেন হাওলাদার, জেলা প‌রিষ‌দের সংর‌ক্ষিত ম‌হিলা সদস্য আসমা আক্তার, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক সি‌দ্দিকুর রহমান পাহাড়, সা‌বেক ছাত্রলী‌গ নেতা মো. জ‌সিম মাদবর, কন্ঠ শিল্পী সা‌মিনা ইয়াস‌মিন, জেলা ছাত্রলী‌গের আহবায়ক মো. মহ‌সিন মাদবর, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন টিপু কো‌তোয়াল ।

এছাড়া উপ‌স্থিত ‌ছি‌লেন, চ্যা‌নেল২৪ শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি কাজী নজরুল ইসলাম, অনলাইন পোর্টাল রি‌পোর্টাস ইউনিয়নের শরীয়তপুর জেলা শাখার সভাপ‌তি শ‌ফিকুল ইসলাম স্বপন, এনটি‌ভি ও কা‌লের কন্ঠর প্র‌তি‌নি‌ধি আব্দুল আজিজ শিশির, চ্যা‌নেল আই প্র‌তি‌নি‌ধি এসএম মু‌জিবুর রহমান, নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট মুরাদ হো‌সেন মুন্সী, বৈশা‌খী টে‌লি‌ভিশ‌নের প্র‌তি‌নি‌ধি মো. খা‌লেক পেদা (ইমন) প্রমূখ ।

Total View: 2290