রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           মঙ্গলবার,  ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ,  বিকাল ৫:২৮

শরীয়তপুরে ভূমিদস্যুদের হাত থেকে জমি বাঁচাতে শহীদ পরিবারের সংবাদ সম্মেলন

March 4, 2023 , 11:01 pm

শরীয়তপুর:

শরীয়তপুরে কতিপয় চিহ্নিত ভূমিদস্যুতের হাত থেকে বাঁচতে এবং পৈতৃক সম্পত্তির রক্ষার্থে সংবাদ সম্মেলন করেন শহীদ আব্দুল সামাদ শিকদারের পরিবারের সদস্যরা।

গত বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৮৫ নং চরকাশাভোগ বাইপাস সড়কের পাশে উক্ত ফসলি জমিতে তারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শহীদ সমাদ শিকদারের পরিবারের সদস্যরা কতিপয় চিহ্নিত ভূমিদস্যুদের হাত থেকে পৈতৃক সম্পত্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য ও হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে শহীদ আব্দুল সামাদ শিকদারের ছেলে ইসমাইল হক সিকদার বলেন, ৮৫ নং চরকাশাভোগ মৌজার আর.এস ১১ নং খতিয়ানে ২৩, ২৪, ২৫, ২৬ নং দাগে মোট জমির পরিমাণ ৯৮ শতাংশ এবং এস এ খতিয়ান নং ১৩ ও বি আর এস খতিয়ান নং ৪৫ এবং বর্তমান বিআরএস দাগ ২০ ২৪ ২৫। আমার পিতা শহীদ আব্দুল সামাদ সিকদার এবং মা অজুফা বিবি ১৯৬২ সালে ১৩৮৫ নং দলিলে ১৪ শতাংশ এবং ৫৯ সালে ২৬১১ নং দলিলে ২০ শতাংশ এবং ৫৮ সালে ২৪৬ নং দলিলে ৮ শতাংশ এবং ৬৬ সালে ৩২০৫ নং দলিলে ১৪ শতাংশ এবং ৫৭ সালে ৬৭৩৭ নং দলিলে ২৪ শতাংশ এবং আমার দাদা কালা চাঁন সিকদার এবং দাদি রূপবান বিবি এর নিকট থেকে আরএস জরিপে ২৭ শতাংশ সহ এস এ আর এস এ এবং দলিল মূলে ও রেকর্ডি মালিক ও ওয়ারিশ খরিদা সূত্রে পরবর্তীতে বিআরএস জরিপ আসলে ৪৫ নং বিআরএস খতিয়ান আমার পিতা মাতার সকল ওয়ারিগণ মোট ৯৮ শতাংশ জমির মালিক হয়ে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে ভোগদখল করে আসছি।

ইসমাইল হক সিকদার আরও বলেন, জোনাব আলী হাওলাদারের ওয়ারিশ কতিপয় ভূমিদস্যু গোপনে চিকন্দি আদালতে ৬২/১২ দেওয়ানী মকদ্দমার মাধ্যমে একতরফা ডিগ্রি লাভ করে অর্থের বিনিময়ে পুরো ৯৮ শতাংশ জমি নামজারি করে দখলের চেষ্টা চালাচ্ছে।
ইসমাইল হক শিকদারের ছেলে এবাদুল হক সংবাদ সম্মেলনে বলেন, জোনাব আলি হাওলাদারের ওয়ারিশ আবুল হোসেন হাওলাদার এবং এমারত হাওলাদার সহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি স্থানীয় নেতা এবং ভূমিদস্যু ইকবাল হাওলাদার, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, আলামিন হাওলাদার, এনামুল হাওলাদার, জাহিদুল হাওলাদার, আজিজুল খা, ফারুক বেপারী, বাবুল হোসেন, সুমন, রাজু সহ এরা সকলেই জমি দখলের চেষ্টা চালাচ্ছে। যুদ্ধ অপরাধ মামলার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের জেলার একমাত্র সাক্ষী ইসমাইল হক সিকদার সহ আমরা সকলেই জান মালের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই মুহূর্তে আমরা আপনাদের মাধ্যমে সরকারের হস্তক্ষেপ কামনা করছি এবং আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

Total View: 319