শরীয়তপুর প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছে সাংবাদিকদের সংগঠন শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়শন (সোজা)। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ পুষ্পস্তবক অর্পন করে।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়শন (সোজা) সভাপতি অ্যাডভোকট মুরাদ হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন। মহান বিজয় দিবস সম্পর্কে তারা বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দের ও গৌরবের দিন ১৬ ডিসেম্বর। এই দিনে এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি বর্বর পাকিস্তানি হানাদার সেনাবাহিনী আর তাদের এ দেশীয় দোসর শান্তি কমিটি, রাজাকার, আল–বদর, আল-শামস বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে বিজয় অর্জন করেছিল। বাঙালি জাতি তার বহু কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল। পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছিল।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরীয়তপুর প্রেস ক্লাবের সহসভাপতি শেখ খলিলুর রহমান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি আহসান উল্লাহ্ ইসমাইলী, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মো. খালেক পেদা ইমন, দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো. ফারুক আহমেদ মোল্লা, জেলা মহিলালীগের জাহানারা আক্তার ডলি, আনোয়ারা বেগম মনি,
জেলা যুব মহিলালীগের পান্না খান প্রমূখ।