রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১২:৫৮

শরীয়তপুরে মাই টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

April 16, 2018 , 11:42 am

আট বছর পেরিয়ে নবম বছরে পা রাখা জননন্দিত টেলিভিশন মাইটিভির। এই উপলক্ষে শরীয়তপুর জেলায় ঝাক ঝমক ভাবে মাই টিভির জন্ম দিন পালন করা হয়েছে।
গত রবিবার বিকাল চারটায় শরীয়তপুর সরকারি কলেজ হল রুমে আলোচনাসভা ও দোয়া হয়,পরে কেক কেটে এর শুভ জন্মদিন পালন করেন।
মাই টিভির শরীয়তপুরে জেলা প্রতিনিধি মোঃ সজিব সিকদারের সভাপত্বিতে ও ডিবিসি টিভি শরীয়তপুরে জেলা প্রতিনিধি বি এম ইশ্রাফিল এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সুযগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে অপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি বাবু অনল কুমার দে।
এ সময় আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ খলিলুর রহমান,চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি মনির হোসেন সাজিদ,বাংলাভিশন টিভি ও ভোরের কাগজ এর জেলা প্রতিনিধি শহিদুজ্জামান খান ,ইন্ডিপেন্ডেন টেলিভিশন এর জেলা প্রতিনিধি এস.এম.রবিন, যমুনা টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি কাজি মনিউজ্জামান, আলোকিত সময় পত্রিকার জেলা প্রতিনিধি শাহরিয়ার আহসান বিপুল, দৈনিক বালুচরা প্রত্রিকার সম্পাদক ওদুদ মিঞা, শরীয়তপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মোঃ মোক্তার হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ তালুকদার, বাংলার সমাচার প্রত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা, অনলাইন জে টিভির জেলা প্রতিনিধি শেখ জাবেদ, আমাদের কন্ঠের স্টাফ রির্পটার সোহাগ খাঁন সুজন, ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল বারেক ভূয়া, দৈনিক যুগান্তর পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিথি মোহাম্মদ নান্নু মৃধা, বজ্রশক্তি পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি আসাদ মলিক।সহ এস্থানীয় গন্যমান্য বেক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Total View: 2020