রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বৃহস্পতিবার,  ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১২:৫০

শরীয়তপুরে মালবাহী মাহিন্দ্র খাদে পরে চালক নিহত।

October 4, 2018 , 4:12 pm

শরীয়তপু‌র প্রতিনিধিঃ শরীয়তপুরের কোটাপাড়া ব্রিজের ঢালে মালবাহী মাহিন্দ্র গাড়ি উল্টে সে‌লিম হাওলাদার না‌মে এক চালক নিহত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৪ অক্টোবর) বেলা সা‌ড়ে ১২টার দি‌কে সদর উপ‌জেলার কোটাপাড়া ব্রী‌জের ঢালে অপরদিক থেকে আসা বাসকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

‌নিহত সে‌লিম হাওলাদার ন‌ড়িয়া উপ‌জেলার নশাসন সরদার কা‌ন্দি গ্রা‌মের আমির হাওলাদারের ছেলে ।

জানা যায়, পালং বাজার থে‌কে সি‌মেন্ট বোঝাই ক‌রে নশ‌াস‌নের এলাকার দি‌কে যা‌চ্ছিল মা‌হিন্দ্র‌ গা‌ড়ি‌টি। এ সময় কোটাপাড়া উচু ব্রী‌জে উঠ‌তে গেলে অপরদিকে মাওয়া থেকে ছেরে আসা বাসকে সাইড দেওয়ার সময় বা‌ম পা‌শের খাঁদে প‌ড়ে উ‌ল্টে যায়। পরে চালক মাহিন্দ্রর নিচে চাপা পরে যায় স্থানীয়রা গুরুত্বর অাহত অবস্থায় চাল‌কে উদ্ধার ক‌রে সদর হাসপাতা‌লে পাঠা‌লে চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এ ঘটনায় নিহ‌তের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে।

Total View: 2139