রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:০২

শরীয়তপুরে মেটলাইফ’র বর্ণাঢ্য র‌্যালী

April 16, 2017 , 1:12 pm

॥ সমির চন্দ্র Pic-16-04-17শীল॥ সারা বিশ্বের সুপরিচিত বীমা ব্রান্ড মেটলাইফ এর বহি:বিশ্বে ১৪৯ বছর, বাংলাদেশে ৬৫ বছর এবং শরীয়তপুরে ১০ বছর উদযাপন উপলক্ষ্যে শরীয়তপুরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুরে অবস্থিত মেটলাইফ উৎপল কান্তি এজেন্সির উদ্যোগে রোববার সকাল ১১টায় শরীয়তপুর শহরের পালং বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্রাঞ্চ ম্যানেজার উৎপল কান্তি সাহা সহ সকল ইউনিট ম্যানেজার ও ফাইনানসিয়াল এসোসিয়েট র‌্যালীতে উপস্থিত ছিলেন। সারাবিশ্বের মত এই অঞ্চলেও মানসম্মত বীমা সেবা দিতে তারা অঙ্গিকারাবদ্ধ। এই উপলক্ষ্যে শরীয়তপুরবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানীর পক্ষ থেকে।

Total View: 2018