রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           শুক্রবার,  ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ,  রাত ২:১২

শরীয়তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু ।

April 11, 2019 , 4:12 pm

মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কে পাল্লা দিয়ে মোটরবাইক চালানোর সময় দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের সংঘর্ষে মোটরবাইকে থাকা দুই কিশোর নিহত।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার মাদারীপুর থেকে খোয়াজপুর মডেরহাট নামক স্থানে থামানো ট্রাক বোঝাই রডের ভেতর দ্রুতগতিতে এসে পালসার মোটরসাইকেলসহ দুই কিশোরের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়।

নিহতরা শরীয়তপুর সদর উপজেলার তুলাশার গ্রামে ইউনুছ মোল্লার ছেলে দিগন্ত (১৭) ও একই গ্রামের পাকার মাথা এলাকার জুম্মোন চোকদার (১৬)।

নিহত দিগন্ত বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান। এদিকে দিগন্তের বাইকে চড়েছিল টিটু চোকদারের একমাত্র আদরের ভাগীনা জুম্মোন।

বন্ধুরা মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে রাতে মাদারীপুর ঘুরতে যায়। আসার পথে হাইওয়ে রাস্তা ফাঁকা পেয়ে পাল্লা দিয়ে চালিয়ে আসার সময় এই দুর্ঘটনার শিকার হন।

বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মাদারীপুরের ভেতর ঘটনা ঘটেছে। আমি শুধু শুনেছি মোটরসাইকেল দুর্ঘটনায় দিগন্ত ও জুম্মোন নামের দুই কিশোর মারা গেছে।

Total View: 2417