শরীয়তপুর প্রতিনিধিঃ
৮ই মে শরীয়তপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, শরীয়তপুর ইউনিট।
আজ মঙ্গলবার সকালে জেলা রেড ক্রিসেন্ট ভবনে সংগঠনের জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর একটি বর্নাঢ্য র্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা রেড ক্রিসেন্ট অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি নূর মোহাম্মদ কোতোয়াল, সেক্রেটারি এড. আলমগীর হোসেন মুন্সী, কার্যনির্বাহী সদস্য গোলাম মোস্তফা মোল্লা, সামিনা ইয়াসমিন, মোঃ শফিকুল ইসলাম স্বপন, যুব কমান্ডার হাবিবুর রহমান হাবিব, মোঃ হালিম শেখ।