
শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের বার্ষিক সাধারন সভা-২০২০ ও নির্বাচন-২০২১-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর ২০২০) সকালে শরীয়তপুর ইউনিট কার্যালয়ে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়ালের সভাপতিত্বে ও সেক্রেটারী এ্যাড. আলমগীর মুন্সীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সামিনা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকার, ইউনিট লেভেল কর্মকর্তা আহম্মেদ আলী, পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম,