রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:৪৪

শরীয়তপুরে সখিপুর থানা বি এন পি’র যুবদলের সাংগঠনিক সম্পাদক সহ ৩ মাদক সম্রাট  আটক।

June 30, 2018 , 10:26 pm

শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর থানা বি এন পি যুবদলের সাংগঠনিক সম্পাদক আহাছানুল্লাহ মোল্লা,জান সরিফ বেপারী,জাকির হোসেন কে ইয়াবা পাচার কালে হাতে নাতে আটক করেছেন সখিপুর থানার পুলিশ। গত শুক্রবার বার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার এস আই সফিকুল ইসলাম ফোর্স ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের কে হাতে নাতে আটক করে।
আটক আহছানুল্লাহ মোল্লা (৩২) সখিপুর মোল্লাকান্দি গ্রামের জব্বার মোল্লার ছেলে বলে জানা যায়, এ ছারা জান সরিফ বেপারী,পিতা মোঃ অলী বেপারী, জাকির হোসেন (৩০) পিতাঃ মৃতঃ সাগর আলী বেপারি ঐ একই গ্রামের বাসিন্দা বলে জানা জায়।
এ ছারা কয়েক দিন আগে ঢাকায় ৬ হাজার পিস ইয়াবা সহ শাহ বদ্দিন আটক হন র‍্যাবের কাছে,শাহ বদ্দিনের আপন ছোট ভাই রনি সাথে এই মাদক সম্রাট  আহছানুল্লাহ ও সহ যুগিদের সম্পর্ক রয়েছে বলে জানা যায়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুরুল হক আকন বলেন আমরা মাদকের ব্যপাবে অত্যন্ত সতর্ক যেখানেই সুনি মাদক বেচা কিনা সেবন হচ্ছে, সেখানেই আমার পুলিশ তাদের কে ধরছে তেমনি আহছানুল্লা সহ ৩ জনকে আটক করছি, তাদেরকে জিঞ্জাসাবাদে আরো গুরুত্ব পূর্ন ইয়বার সন্ধান মিলতে পারে।

Total View: 2267