রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বৃহস্পতিবার,  ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১২:২২

শরীয়তপুরে “সম্প্রীতি রক্ষা দিবস” পালিত

October 20, 2021 , 10:32 am

শরীয়তপুর জার্নাল প্রতিবেদনঃ সম্মিলিত সাংস্কৃতিক জোট ও গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় পবিত্র কোরআন শরীফ অবমাননা, দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শরীয়তপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও চাকধ থিয়েটার, ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় নড়িয়ার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার সারাদেশের নেয় শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বিকাল ৪টায় মানববন্ধন ও সম্প্রীতি রক্ষা দিবস পালন করা হয়। মানববন্ধনে শরীয়তপুরের বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিককর্মী, সাংবাদিকসহ সুশীল সমাজের লোক অংশগ্রহন করেন।

প্রতিবাদ সভায় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশ আজ ভয়াবহ এক দুর্যোগের সম্মুখীন কুমিল্লায় কোরআন অবমাননা করা, সনাতন ধর্মের দুর্গাপুজাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে এক শ্রেণীর ধর্মান্ধ নামধারী দাঙ্গাবাজ নিরীহ হিন্দু সম্প্রদায়ের মানুষ হত্যা, মন্দির ,বাসস্থান, দোকান পাট লুন্ঠন ও অগ্নিসংযোগ করে এক অমানবিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এদের প্রতিরোধ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন এড. মুরাদ হোসেন মুন্সী, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখা, এছাড়া ডাঃ নজরুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক উদীচি শিল্প গোষ্ঠী শরীয়তপুর জেলা শাখা, সত্যজিৎ ঘোষ জেলা প্রতিনিধি প্রথম আলো, ডাঃ হেমন্ত দাস যুগ্ম সাধারন সম্পাদক হিন্দু মহাজোট ঐক্য পরিষদ, আমিনুল জেট, মূখ্যপাত্র জাগো শরীয়তপুর, হাসান মাসুদ খান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ-সভাপতি শরীয়তপুর জেলা শাখা,
জাহিদ হাসান রনি সভাপতি শরীয়তপুর ফিল্ম সোসাইটি, মোতালেব সুমন সভাপতি শরীয়তপুর সাইক্লিস্ট,সাংবাদিক রকি আহমেদ সভাপতি চাকধ থিয়েটার, গৌতম কুমার জয় সাধারণ সম্পাদক চাকধ থিয়েটার, লিটন বাড়ৈ সাংগঠনিক সম্পাদক চাকধ থিয়েটার, নাট্যকর্মী ইদ্রিস হাওলাদার, বোরহান দেওয়ান, ফারাজানা আক্তার ছোয়া, দিপ্তী দাস, সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Total View: 1022