
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাহিত্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সাহিত্যের ছোট কাগজ ‘চন্দ্রাবতী’ ও কীর্তিনাশার কাব্য এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।পরবর্তীতে কবিতা আবৃত্তি ও সংগিতাআয়োজন হয়।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট কথা সাহিত্যিক কবি মির্জা হজরত সাইজী সভাপতিত্বে ও কবি আমিনুল শাহ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সিনিয়র জেলা দায়রা জজ বিশিষ্ট কবি শেখ মফিজুর রহমান। উদ্বোধক ছিলেন দেশের খ্যাতিমান শিশু সাহিত্যিক ফারুক নেওয়াজ।
এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র কবি গেরিলা আজাদ। শরীয়তপুর সদর পৌরসভার মেয়র এড, পারভেজ রহমান জন, বিশিষ্ট কবি স ম শামসুল আলম, শরীয়তপুর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড, তাজুল ইসলাম, চন্দ্রাবতী সম্পাদক কবি অহনা নাসরিন, প্রধান আলোচক কবি সাসুন্দর দেবনাথ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের শরীয়তপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মুরাদ মুন্সী, কবি মেহেদী মিজান, কবি ইয়াসিন আযীয, অনার্য সম্পাদক শফিক রহমান সহ প্রমুখ কবিগন।