রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           শুক্রবার,  ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ,  রাত ৩:২৭

শরীয়তপুরে সাহিত্য সংসদ এর প্রতিষ্ঠাবার্ষিকী ও কাব্য মিতালির প্রকাশণা উৎসব অনুষ্ঠিত

June 10, 2023 , 6:20 pm

শরীয়তপুর সাহিত্য সংসদ এর ২ য় প্রতিষ্ঠাবার্ষিকী ও কাব্য মিতালির প্রকাশণা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ জুন শুক্রবার শরীয়তপুর পৌর মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সব্যসাচী লেখক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা,কবি,সম্পাদক ও সমাজসংস্কারক প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, গোসাইরহাট সরকারি সামছুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, শরীয়তপুর জেলা পরিষদ সদস্য সৈয়দ ইকবাল হোসেন( ওসমান মীর), এডভোকেট মুরাদ মুন্সী, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, এডভোকেট মোদাচ্ছের হোসেন, সভাপতি, প্রগতি লেখক সংঘ,শরীয়তপুর ও নাসিম জিন্নাহ বালা।

দিনব্যাপী অনুষ্ঠত এ সভা ফয়সাল আহমেদের পবিত্র কোরঅান তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুপান্থ মিজান। সংগঠনের পক্ষ হতে আরো বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ মজিবর রহমান, সৈয়দ নাজমুল আহসান, সফিক রহমান, মোজাম্মেল হক,নজরুল ইসলাম শান্তু,যুগ্ম সম্পাদক খান নজরুলইসলাম,দপ্তর সম্পাদক কে এম ওসমান গনি, নির্বাহী সদস্য ফিরোজ ভুইয়া, আবদুর রাজ্জাক শিকদার,নেয়ামতউল্লাহ, জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শরীয়তপুর সাহিত্য সংসদের নির্বাহী পরিষদকে সবাইর সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।জেলার সব উপজেলা থেকে আগত কবিগন স্বল্পকথায় তাদের পরিচয় তুলে ধরেন।আমন্ত্রিত অতিথি, নির্বাহী সদস্য, কাব্যমিতালির কবিগন ও মিডিয়াকর্মীদের নিয়ে এটি একটি ছোট মিলনমেলায় পরিনত হয়।

অনুষ্ঠানের সবাইকে উত্তরীয়, ক্রেষ্ট, কাব্যমিতালীর কপি ও শরীয়তপুর সাহিত্য সংসদের মুখপত্র” ঢেউ” এর কপি সরবরাহ করাহয়।

এ অধিবেশনটি ছিল সাহিত্য আলোচনা,আবৃত্তি ও সংগীতের মধ্যে সীমাবদ্ধ।কামরুল হাসান, মোঃ ফজলুল হক,বিএম বাতেন সিদ্দিকী, নেয়ামতউল্লাহ, ফিরোজ ভুইয়া, জাহিদুল ইসলাম, সুদর্শন বাছার,সব্যসাচী নজরুল,জান্নাতুল ফেরদৌস মুক্তা,, ইয়াসিন আজিজ,রাবেয়া আফরোজ শিউলি,ওবায়দুর রহমান, মোজাম্মেল হক, নজরুল ইসলাম শান্তু, খান নজরুল ইসলাম,হালিম ইবনে জালাল , সোহাগ সরকার প্রমুখ কবিতা আবৃত্তিতে অংশগ্রহন করেন। কবিতা আবৃত্তির মাঝে আবদুর রাজ্জাক শিকদার ও সোহাগ সরকারের গান শ্রোতাদের মন কেড়ে নেয়।সংগঠনের উন্নতি, কবিতার মান ও কবিদের সম্পর্কউন্নয়ন বিষয়েও কেউ কথাবলেন।

Total View: 408