রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  বিকাল ৩:১৪

শরীয়তপুরে সিএনজি চালিত অটোরিক্সার নিবন্ধন পাওয়ায় ডিসি, এস’পির ফুলেল শুভেচ্ছা সংবাদের ব্যাখা

November 27, 2019 , 1:54 pm

গত ২১ নভেম্বর শরীয়তপুর জার্নালসহ একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত শরীয়তপুরে সিএনজি চালিত অটোরিক্সার নিবন্ধন পাওয়ায় ডিসি, এসপিকে ফুলেল শুভেচ্ছা সংক্রান্ত সংবাদে বিভিন্ন মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সংবাদে প্রকাশিত বিষয় ছিল ফরিদপুরের শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম শরীয়তপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সার কমিটির অনুমোদন প্রদান করেছেন। অনুমোদিত কমিটির সদস্যবৃন্দ সম্প্রতি শরীয়তপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করার কারণে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ শরীয়তপুর জেলায় এ ধরণের গাড়ি ব্যবহার করার কোনো অনুমোদন নেই। ফরিদপুরের কাছ থেকে শরীয়পুরের শ্রমিক কমিটি বিষয়টি অনুমোদন নিয়ে ডিসি এসপির সাথে যে, শুভেচ্ছা বিনিময় করেছেন তা ছিল রাজনৈতিক অপকৌশল। সংবাদ মাধ্যমকে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রেরণ করা হয়েছে। এর সঙ্গে শরীয়তপুরের ডিসি এসপির কোন সম্পৃক্ততা নেই। ডিসি এসপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে, সংবাদ ভাইরায় করা হয়েছে তা মিথ্যা। ডিসি এসপির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য স্বার্থান্নেষী মহল তথ্য গোপন রেখে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছেন। তথ্য গোপণ করে মিডিয়ায় সংবাদ প্রেরণ করা অনৈতিক। এ অনৈতিক কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। স্বার্থান্নেষী সংশ্লিষ্ট মহল প্রশাসন ও সংবাদ মাধ্যমকে অন্ধকারে রেখে, ভুল তথ্য দিয়ে শুভেচ্ছা বিনিময়ের অন্তরালে নিজেদের স্বার্থ হাচিলের যে অপচেষ্টা করেছেন আমি তার প্রতিবাদ জানাচ্ছি এবং অসাবধানতাবশত এ সংক্রান্ত সংবাদ পরিবেশনের জন্য দুঃখ প্রকাশ করছি।

এ্যাড. মুরাদ হোসেন মুন্সী
সম্পাদক ও প্রকাশক
শরীয়তপুর জার্নাল.কম

Total View: 1533