রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:৩৭

শরীয়তপুরে সুজনে’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

November 12, 2017 , 2:57 pm

received_1927167480881471সমীর চন্দ্র শীলঃ-বর্নাঢ্য আয়োজনে শরীয়তপুরে সুশাসনের জন্য নাগরিক ( সুজন) এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকাল ৯টায় ওয়াহিদ সুপার মার্কেটে সুজন’র জেলা কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় এবং আলোচনা অনুষ্ঠান শুরু হয়।আলোচনা অনুষ্ঠানে জেলা কমিটির নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সুজন’র শরীয়তপুর জেলার সম্মানিত সভাপতি আহসান উল্লাহ ইসমাইলি’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এনামুল হোক সোহেল,উৎপল কান্তি সাহা, সমীর চন্দ্র শীল, মোঃ রাশেদুজ্জামান শেখ,মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন “সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগনই হতে পারে গনতন্ত্রের রক্ষাকবচ”। আসুন যে যেখানেই অবস্থান করি না কেন সকলের বিবেককে জাগ্রত করি।

Total View: 1912