রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           শুক্রবার,  ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ,  রাত ২:৫০

শরীয়তপুরে সুপার সপ ডেইলি বাজার উদ্বোধন

June 9, 2023 , 9:16 pm


শুক্রবার (৯)জানুয়ারি শরীয়তপুর পৌরসভার ধানুকায় জেলা প্রশাসকের বাসভবনের সামনে ডেইলি বাজার নামে একটি সুপার সপ উদ্বোধন করা হয়।

দোয়া মাহফিল এর মাধ্যমে যাকজমকভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই দোকানের  শুভ উদ্বোধন করেন উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

 
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জজ কোর্টের দায়রা জজ শেখ মফিজুর রহমান , জেলা প্রশাসক মো: পারভেজ হাসান,পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মো: পারভেজ রহমান জন সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 
ডেইলি বাজার সুপার শপ এর মালিক এডভোকেট আলমগীর মুন্সি জানান, ‘আমাদের সুপার শপে পাওয়া যাবে, দেশ- বিদেশের সকল ধরনের কয়েক হাজার পন্য। যেখানে একটি পরিবারের সকল পণ্য পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সুলভ মুল্যে পাওয়া যাবে সকল পন্য। আস্তে আস্তে আমাদের সেবা আরও বাড়ানো হবে।’

Total View: 575