রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:০২

শরীয়তপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

October 10, 2021 , 9:18 pm


শরীয়তপুর প্রতিনিধিঃশরীয়তপুরের ভেদরগঞ্জ উপ‌জেলায় পারিবারিক কলহরের জের ধরে স্বামী লাঠির আঘাতে রিনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রাতে উপজেলা ছয়গাও ইউনিয়ের নাজিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভেদরগঞ্জ থানা
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভাব অনটন দিন কাটছিল রিনা বেগম ও সেকান্দার কাজী দম্পতি।

এ নিয়ে মঝে মধ্যে তা‌দের ম‌ধ্যে বিরোধ সৃষ্টি হয়ে আসছিল। গত রাতে কথা কাটা কথাটির এক পর্যায় লাঠি দিয়ে রিনা বেগমকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প‌রে মৃত‌দেহ ঘ‌রে রে‌খে ঘাতক স্বামী পালিয়ে যায়। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর‌দেহ উদ্ধার ক‌রে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রিনা বেগম ৪ সন্তানের জননী।

এ ঘটনায় এখ‌নো কেউ থানায় লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রে‌নি ব‌লেও জানান ও‌সি।

Total View: 1008