শরীয়তপুরে রুবেল মোল্যা (৩০) নামে হত্যা মামলার এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ২০ জুলাই দুপুর ১টার দিকে প্রতিবেশী জীবন চন্দ্র দেবনাথের স্ত্রী জোছনা রানীকে (৬০) রড দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে হত্যা করেন রুবেল। ওই দিনই জোছনা রানীর ছেলে স্বপন চন্দ্র দেবনাথ বাদী হয়ে পালং মডেল থানায় রুবেলকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় দুপুরে এ রায় দেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বজলুর রশিদ আখন্দ বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।