রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  বিকাল ৩:১২

শরীয়তপুরে ১০০ কেজি জাটকা ইলিশ জ্বব্দ , ৫ জন আটক

January 8, 2023 , 3:18 pm

শরীয়তপুর সদর উপজেলায় ১০০ কেজি জাটকা ইলিশ জ্বব্দ ও জাটকা ইলিশ বিক্রির সময় ৫ জনকে আটক। শনিবার সকাল ৮ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব ইলিশ জ্বব্দ ও বিক্রেতাকে আটক করা হয়। এ সময় আটকৃত ৫ ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এই শরীয়তপুর জার্নালকে কে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জানান মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী জাটকা ইলিশ ক্রয়, বিক্র‍য় ও পরিবহন নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে খবর পাই, সদরের পালং বাজার ও আংগারিয়া বাজারে জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। পরে উপজেলা মৎস্য অফিস ও পালং থানার পুলিশ সদস্যদের সাথে নিয়ে সকাল আটটার দিকে পালং বাজার ও আংগারিয়া বাজার এলাকায় এ অভিযান চালিয়ে ১০০ কেজি জাটকা ইলিশ জ্বব্দ ও জাটকা ইলিশ বিক্রির সময় ৫ জনকে আটক করা হয় এবং দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ হয়।

তিনি বলেন, আটককৃত দেরকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ ১০ টি এতিম খানা ও বুড়িরহাট আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের দেয়া হয়। ভবিষ্যৎতেও আমাদের এই অভিযান চলমান থাকবে।

Total View: 704